:: Worldwide Friends Forum ::
Welcome To Friends Circle...Share,Comment and Enjoy the World.

Thanking You,
Admin

Join the forum, it's quick and easy

:: Worldwide Friends Forum ::
Welcome To Friends Circle...Share,Comment and Enjoy the World.

Thanking You,
Admin
:: Worldwide Friends Forum ::
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে

Go down

05062009

Post 

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে Empty ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে




হ্যাঁ, চিকিৎসার ব্যবস্থাটা হলে ভালো হয়।’ কথাটা মুখে আনতে নাহিদার আত্মসম্মানবোধ খুব আহত হয়েছে বুঝা যায়।ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে Onrinnoblog_1243951399_1-6 কণ্ঠে লজ্জার সুর মেশানো । নিজে বেঁচে থাকার জন্য অন্যের সহানুভুতি কামনা করতে হবে এটা এই অবস্থায়ও মানতে পারছে না তা খুব স্পষ্ট তার মুখের রেখায়, জ্বলজ্বলে চোখের ঝিলিকে।
মেয়েটার বয়স কত হবে অনুমান করার চেষ্টা করি। ২০?২১?২২? ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪৩ নাম্বার ওয়ার্ডে শুয়ে চোখ মুছছে বারবার। ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে Onrinnoblog_1243951520_2-9বন্ধুরা জানায় ২৫ হাজার ছাত্র ছাত্রীর মধ্যে মেডিক্যালের ভর্তি পরীক্ষায় ও
৮৯ তম হয়েছিল । ডাক্তার হয়ে মানুষের সেবা করার ব্রত ছিল রাজশাহীর মেয়ে নাহিদার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে এ প্লাস পেয়ে রাজশাহীর মেয়ে নাহিদা ভর্তি হয়েছিল ঢাকা মেডিকেল কলেজে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাকে আজ লড়তে হচ্ছে দূরারোগ্য ক্যান্সারের বিরুদ্ধে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে Onrinnoblog_1243951678_4-1হাসপাতালের কেবিনে শুয়ে শুয়ে দিন কাটে তাঁর। দ্বিতীয় বর্ষে শেষ দিকে এসে নাহিদা জানতে পারে তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্রনিক মাইলোয়েড লিওকোমিয়া নামের ক্যান্সার।
চিকিৎসকরা জানিয়েছেন ৬ মাসের মধ্যে বোনম্যারো ট্রান্সফার করতে জরুরী। কিন্তু এর জন্য প্রয়োজন দেশ ভেদে সর্বনিম্ন ৫০ থেকে ৭৫ লাখ টাকা। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে পড়ায় মৃত্যু আরো দ্রুত তুলে নিতে আসছে। নাহিদার স্বপ্নভরা চোখ ঝাপসা করে ফেলছে ঘিরে আসা অশ্রু। ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে Onrinnoblog_1243951703_5-12কি সে কিভাবে ভাবছে কে জানে!

কেবিনে তার সঙ্গে থাকে ওর মা। প্রিয় সন্তানের জীবনাবসান হবে অর্থের অভাবে,এতে যুক্তি থাকলেও মন মানে না। উপায়ও জানে না।

নাহিদার সহপাঠীরা ব্যস্ত পরীক্ষা নিয়ে। ব্যস্ততার মাঝেও তারা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। শিক্ষকরাও।

ওরা ২ ভাই। বাবা স্বল্প বেতনের সরকারী চাকরী করেন। এতো টাকা যোগাড় তার জন্য দুঃস্বপ্ন। নাহিদের ভাই ও তার বন্ধুরা প্রয়োজনীয় টাকা যোগাড় করা যায় কিনা চিকিৎসার জন্য তার উপায় খুঁজছে । অন্ততঃ ইন্ডিয়ায় নিয়ে হলেও বাঁচানোর চেষ্টা করা যেতে পারে।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে Onrinnoblog_1243951756_6-4মৃত্যুর পথযাত্রী নাহিদের পাশে এখনো কেউ দাঁড়ায়নি। সে বিছানায় শুয়ে শুয়ে মানসিক শক্তির পরীক্ষা দিচ্ছে। কিন্তু মৃত্যুভয় তাকে বোধ হয় ধ্বসিয়ে দিতে শুরু করেছে ইতোমধ্যে। না হয় সারাক্ষণ কাঁদবে কেন?

লেখাটা এখানে এই কারণে দিলাম যে, ব্লগ থেকে জেনে ব্লগারসহ অনেক ভালোমনের মানুষ ইতোপূর্বে অনেককে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে এনেছেন। এবারও যদি এমনটা ঘটে! মেয়েটা মরে যাবে ভাবতে ভালো লাগে না। ওর মুখের দিকে তাকিয়ে দেখুন!

নাম্বারদুটো নাহিদের ভাই আর মায়ের। কেউ হেল্প করতে চাইলে ওদের ফোন করতে পারেন। ০১৯১১-৫২৩৮৯২ ও ০১৬৭৪-১৭৫০৪৫ । আরেকটা কথা প্রতিদিন ওর চিকিৎসায়ও অনেক টাকা খরচ হচ্ছে।

ডাক্তাররা আকারে ইঙ্গিতে নাহিদের বাবা মাকে তাগাদা দেন, ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে Onrinnoblog_1243951641_3-12কিছু করার থাকলে তাড়াতাড়ি করেন। সময় কমে আসছে দ্রুত!

ওর অসুখ নিয়ে চিকিৎসকের একটা বক্তব্য এই কাগজ থেকে পাওয়া যাবে। অপ্রীতিকর প্রশ্ন এড়ানোর জন্য এখানে তুলে দিলোম।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে Onrinnoblog_1243956627_7-To_whom_it_may_concer_copy

আজ কয়েক জন সাংবাদিক চেষ্টা করবেন জানিয়ে অনুরোধ করার পর নাহিদের মায়ের নামে একটা হিসাব খোলা হয়েছে।
এটার নাম্বার: নুর জাহান বেগম।
সঞ্চয়ী হিসাব নং: ১২১০০৪০৭০০৬ ।
সোনালী ব্যাংক ,ঢাবি শাখা।


সাহায্যের জন্য নেয়া উদ্যোগ:
সামহোয়ারে নাহিদার জন্য সাহায্যের জন্য একটি গুছানো ক্যাম্পেইন করা কার্যকরী হবে বলে মত দিয়েছেন অনেকে।অনেকেই ব্যক্তিগতভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। আমি ব্যক্তিগত ভাবে মনে করি যারা সাহায্য করতে চান সরাসরি ব্যাংকে বা নাহিদার মা বা ভাইয়ের কাছে জমা দিলে সবচে ভাল হয়। ফোন নাম্বার ও এ্যাকাউন্ট উপরেই দেয়া আছে।
নাহিদার ভাই ও তার বন্ধুরা মেডিক্যালের কয়েকজন শিক্ষার্থীসহ এক হয়ে সবগুলো মেডিক্যালে সাহায্যের আবেদনসহ একটি পোস্টার পাঠানোর ব্যবস্থা করছে।আজ এক জনের সহযোগীতায় তারা পোস্টার ছাপানোর জন্য দিয়েছে।কাল রাত নাগাদ (৫/৬) পোস্টার হাতে পাবে।শনিবার তারা পোস্টার পাঠানোর ব্যবস্থা করবে।এই কাজগুলো জানার জন্য বা ওদের সাহায্য ও পরামর্শ দেয়ার জন্য যোগাযোগ করা যেতে পারে তমালের সাথে। তমাল নাহিদার ভাইয়ের বন্ধু।ওর নাম্বার ০১৬ ৭৪১ ৭৫০ ৪৫।
ওরা একটা কমিটির মতো করবে। নাহিদার ভাই থাকবে সেই কমিটিতে।
সামহোয়ারের ব্লগাররা এই বিষয়ে একত্রিত হলে ওদের সঙ্গে সমন্বয় করে কাজ করা যেতে পারে। সরাসরি দিতে আগ্রহীদের সুবিধার জন্য ওরা দিনের নির্দিষ্ট কিছু সময় সাহায্য সংগ্রহের জন্য মেডিক্যালে বা টিএসসিতে বসবে।এটা পরে জানানো হবে।

নাহিদার সাহায্যের জন্য সরাসরি কাজ করতে আগ্রহী কেউ ইচ্ছা প্রকাশ করলে আমরা একসাথে বসে বা ফোনে আলাপ করে করণীয় ঠিক করতে পারি। প্রত্যু আমার ফোন নাম্বার এখানে দিতে বলেছেন। তার দরকার আছে? নাহিদার মা, ভাই ও তার বন্ধুদের নাম্বার এখানে দিলাম। প্রত্যু সরাসরি এখানে যোগ দিলে আমি খুব খুশি হবো।আপনার সাথে যোগাযোগ করবো। আর অন্য যারা সরাসরি কিছু করতে চান তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারি।অন্যরা কিছু পথ বের করতে পারলেও হয়। কিছু একটা করা যাবে।

নাহিদার মা,ভাই ও একাউন্টে জমা পড়া অর্থের পরিমান:

৩/৬/০৯ পর্যন্ত নাহিদার মায়ের কাছে সরাসরি টাকা দিয়েছেন,
ডিএমসির একজন শিক্ষক ২০ হাজার টাকা
ধানমন্ডির ঈষিকা ১০ হাজার টাকা
পরিচয় প্রকাশে অনাগ্রহী এক ভদ্রমহিলা ৫ হাজার টাকা
তারা সবাই নাহিদাকে মেডিক্যালে গিয়ে দেখে এসেছেন।

অনেক ব্লগার নাহিদার মা ও ভাইয়ের কাছে ফোন করে খোঁজ নিয়েছেন এবং সাথে আছেন বলে জানিয়েছেন। ও প্রতিশ্রুতি দিয়েছেন সাহায্য পাঠানোর।

ব্যাংকে কোন টাকা গিয়েছে কিনা এখনো দেখা হয়নি।
Admin
Admin
Administrator
Administrator

Male
Number of posts : 473
Age : 37
Location : Bangladesh
Job/hobbies : To Do Something For My Birthplace,Kutubdia.
Humor : Life Is Full Of Humour.
Reputation : 7
Points : 303257
Registration date : 18/01/2009

Character Sheet
Admin's Message: Thanks For Your Participation.Keep In Touch.

http://www.friendcircles.heavenforum.com

Back to top Go down

Share this post on: reddit

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে :: Comments

Admin

Post Sun Jun 07, 2009 12:43 am by Admin

আমরা কি পারি না নাহিদাকে সাহায্য করতে? তা না হলে মানুষ মানুষের জন্য কথাটার কোন মুল্য কি থাকবে? সবাই মিলে নাহিদার পাশে দাড়ানোর প্রতিজ্ঞায় এগিয়ে চলি,এই আমার কামনা। এভাবেই পারি একটি জীবনকে বাঁচাতে। নাহিদার সপ্ন পুরন করতে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন...

http://www.somewhereinblog.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum