:: Worldwide Friends Forum ::
Welcome To Friends Circle...Share,Comment and Enjoy the World.

Thanking You,
Admin

Join the forum, it's quick and easy

:: Worldwide Friends Forum ::
Welcome To Friends Circle...Share,Comment and Enjoy the World.

Thanking You,
Admin
:: Worldwide Friends Forum ::
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Tarokader Prio Writer

Go down

Tarokader Prio Writer Empty Tarokader Prio Writer

Post by Admin Mon Feb 16, 2009 11:45 pm

তারকাদের প্রিয় লেখক, প্রিয় বই





তারকারা শুধু অভিনয়ই করেন না, সময় সুযোগ করে বইও পড়েন! আর ক্যামেরার সামনে
দাঁড়িয়ে তারা যেমন ভালো অভিনয় করার চেষ্টা করেন, তেমন নিজের ঘরে বসে ভালো
লেখকের ভালো বইটা পড়ার জন্য সময় বের করার ইচ্ছে বা চেষ্টা কোনোটারই কমতি
নেই তাদের। কি বিশ্বাস হচ্ছে না? চলুন তাহলে মীর সামী ও লতিফুল হকের লেখা
পড়ে সত্যতা জেনে নেই...।
তরুণ অভিনেতা আনিসুর রহমান মিলন ক্যামেরার সামনে যেমন ভালো অভিনয় করার
চেষ্টা করেন সব সময়, তেমনি তিনি সুযোগ পেলেই ভালো বই পড়ার চেষ্টা করে সেই
ছোটবেলা থেকেই। এই জনপ্রিয় অভিনেতা তার বই পড়ার অভ্যেস সম্পর্কে জানতে
চাইলে বললেন, “আমি সুযোগ পেলেই প্রিয় সব বইয়ের পাতা উল্টাই।” তিনি আরো
জানালেন, তার পছন্দের বইয়ের তালিকায় রয়েছে তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের
‘কবি’, হুমায়ূন আহমেদের ‘অয়োময়’, ‘জোছনা ও জননীর গল্প’। অন্য অনেকের মতই
প্রিয় এই বইগুলো বারবার পড়েছেন তিনি। তবে মিলনের পছন্দের তালিকায় নেই কোন
নির্দিষ্ট লেখকের নাম। একেক সময় একেক লেখকের লেখা ভাল লাগে তার।

Tarokader Prio Writer AkhtaruzzamanElias0203শুধু
মিলনই নন, অভিনেতা আরমান পারভেজ মুরাদও সময় ফেলেই বই পড়েন। তার প্রিয়
লেখকের কথা জানতে চাইলেই তিনি এক নি:শ্বাসে বলে গেলেন- শহীদুল জহির,
আখতারুজ্জামান ইলিয়াস আর মাহমুদুল হকের নাম। মুরাদ জানালেন, এদের সব লেখাই
তিনি পড়েন মুগ্ধ হয়ে।


Tarokader Prio Writer SohidulJohir0203
মুরাদের সঙ্গে কাজের ক্ষেত্রে অমিল আছে অমিতাভের। কারণ মুরাদ কাজ করেন
সামনে আর অমিতাভ রেজা কাজ করেন ক্যামেরার পেছনে। এই তরুণ বিজ্ঞাপন
নির্মাতা ও নাট্য পরিচালকের সঙ্গে মুরাদের মিল এখানেই যে, তিনিও পছন্দ
করেন বাংলা সাহিত্যের শক্তিমান লেখক শহীদুল জহির, আখতারুজ্জামান ইলিয়াসের
লেখা। সেই সঙ্গে আছেন শাহাদুজ্জামানও। তার লেখা ‘কয়েকটি বিহ্বল গল্প’,
‘পশ্চিমের মেঘে সোনার সিংহ’, ইলিয়াসের ‘গল্প সমগ্র’ অমিতাভের সবচেয়ে
পছন্দের বই। এই তিন লেখকের লেখকের লেখায় যে গভীর জীবন দর্শন উঠে আসে সেটা
তাকে ভীষণভাবে নাড়া দেয়।

Tarokader Prio Writer Rabindranath0203 ছোটবেলা থেকেই শামীম শাহেদ বই পড়তে দারুণ ভালবাসেন। আর পছন্দের বই সংগ্রহ
করা তার অনেক পুরনো অভ্যাস। এক সময় সক্রিয়ভাবে জড়িত ছিলেন ‘বিশ্ব সাহিত্য
কেন্দ্র’র সাথে। তাই এখনো শত ব্যস্ততার মাঝেও তিনি বইয়ের রাজ্যে ডুব দিয়ে
বসেন। তিনি জানালেন, তার কালেকশনে আছে প্রায় ৬ হাজার বইয়ের এক বিশাল
সংগ্রহ। আর তার সবচেয়ে পছন্দের লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা
সাহিত্যের এই মহান পুরুষের ‘গীতবিতান’ তার সবচেয়ে প্রিয় বই।



‘এক পায়ে নূপুর’ গানটি গেয়ে চারদিকে সাড়া ফেলে দিয়েছেন অনিলা। তিনি হয়ে উঠেছেন তরুণদের প্রিয় গায়িকা। এই তরুণ গায়িকা
Tarokader Prio Writer JhumpaLaheri0203জানালেন,
তিনি ছোটবেলায় মুহম্মদ জাফর ইকবালের লেখার খুব ভক্ত ছিলেন। তবে এখন পড়তে
ভালোবাসেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ঝুম্পা লাহিড়ী আর মার্ক টোয়েনের লেখা।
ঝুম্পা লাহিড়ীর ‘দ্য নেমসেক’ তার পড়া সবচেয়ে প্রিয় বই। বাঙালি অভিবাসীদের
নিয়ে লেখা এই বই পড়তে পড়তে তিনি খুব সহজেই চরিত্রগুলোর সঙ্গে মিশে যেতে
পারেন। এছাড়া হুমায়ুন আহমেদের ‘নন্দিত নরকে’ও অনেকবার পড়েছেন তিনি।



হুমায়ূনের প্রচুর নাটকে অভিনয় করেছেন তিনি। কাছ থেকে দেখেছেন বাংলা
সাহিত্যের আধুনিক সময়ের এই কিংবদন্তীতুল্য লেখককে Tarokader Prio Writer HumayunAhmed0203অনেকের
চেয়ে বেশিই। ফলে জাহিদ হাসান জানালেন যে, তিনি হয়ে গেছেন তার দারুণ ভক্ত।
ফলে তার প্রিয় লেখকও এই হুমায়ূন আহমেদই, জানালেন জাহিদ। তিনি আরো জানালেন
হুমায়ূনের সব লেখাই তার ভালো লাগলেও সবচেয়ে প্রিয় মহান মুক্তিযুদ্ধকে ঘিরে
লেখা ‘জোছনা ও জননীর গল্প’।



হুমায়ুন ফরিদীর পছন্দের পুরোটাই রবীন্দ্রনাথকে ঘিরে। তার যে কোনো লেখাই ফরিদীকে মুগ্ধ করে।
Tarokader Prio Writer Shahaduzzman3-2
তরুণ পরিচালক অনিমেষ আইচ ভালোবাসেন আল মাহমুদের কবিতা, ছোটগল্পগুলো। এছাড়া
সৈয়দ শামসুল হক, মশিউল আলমও রয়েছেন অনিমেষের পছন্দের তালিকায় আছে একেবারে
উপরের দিকে। হুমায়ুন আহমেদের ‘জোছনা ও জননীর গল্প’, শহীদুল জহিরের ‘সে
রাতে পূর্ণিমা ছিল’ শাহাদুজ্জামানের ‘কয়েকটি বিহ্বল গল্প’, মাহামুদুল হকের
‘কালো বরফ’ তার পড়া প্রিয় বই।



প্রবীণ অভিনেত্রী দিলারা জামান পড়তে পছন্দ করেন শওকত ওসমান, সেলিনা হোসেন,
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। আখতারুজ্জামান ইলিয়াসের ‘চিলেকোঠার সেপাই’
তার সব সময়ের পছন্দের বই।




Tarokader Prio Writer Rushdie0203
বাংলা ব্যান্ডের ভোকাল আনুশেহ্‌ আনাদিলের ছোটবেলা থেকে পুরো শিক্ষাজীবনই
কেটেছে বিদেশে। তিনি পড়ালেখা করেছেন ইংরেজি মাধ্যমে। ফলে এই তরুণ গায়িকা
জানালেন, তিনি ইংরেজি ভাষার বইগুলো পড়তেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। আর
ফ্যান্টাসি ধরণের বই পড়তে তিনি বেশি ভালোবাসেন। ফ্যান্টাসি লেখক টেরি
প্রাটচেট তার অনেক অনেক প্রিয় লেখক। এছাড়া সালমান রুশদীর ‘হারুণ অ্যান্ড
দি সী অফ স্টোরিস’, ‘মিডনাইটস চিলড্রেন’, রিচার্ড বার্কের ‘ইলুশনস্‌’ আর
জাস্টিন গার্ডারের ‘সোফি’স ওয়ার্ল্ড’ পড়েও দারুণ ভালো লেগেছে তার।



সেই ছোটবেলা থেকে তিনি রহস্য রোমাঞ্চ সিরিজের দারুণ ভক্ত। আর ফলে এই তরুণ
বয়সে এসেও সময় পেলেই সঙ্গীত পরিচালক ইমন সাহা পড়তে বসে যান রকিব হাসানের
লেখা তিন গোয়েন্দা সিরিজের বইগুলো। ইমন জানালেন, ‘কাকাতুয়া রহস্য’, ‘ভীষণ
অরণ্য’ তার বার বার পড়া বই।



অভিনেতা ও নির্দেশক আজাদ আবুল কালামের প্রিয় লেখক আখতারুজ্জামান ইলিয়াস,
হাসান আজিজুল হক। আর এই দুই শক্তিমান লেখকের গন'গুলো বাদেও তিনি পড়তে
ভালোবাসেন নির্মলেন্দু গুণের লেখা গদ্যও।







প্রবীণ অভিনেতা আবুল হায়াতের ঝোঁক আছে শওকত আলী, সেলিনা হোসেন আর
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখার প্রতি। শওকত আলীর ‘প্রদোষে প্রাকৃতজন’ তার
সবচেয়ে পছন্দের বই।
আরেক প্রবীণ অভিনেতা, নির্দেশক আতাউর রহমান রবীন্দ্রনাথের অসম্ভব ভক্ত। সময় পেলে এখনো তিনি খুলে বসেন ‘ছিন্নপত্র’।
Tarokader Prio Writer SatyajitRay0203
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর মজে আছেন সত্যজিৎ
জাদুতে। ফেলুদাকে নিয়ে লেখা এই বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও লেখকের সবগুলো
বই-ই এখনো মুগ্ধদৃষ্টিতে পড়েন তিনি।




মেলার আঙ্গিনায়

এবারের বইমেলাতেও কম- বেশি সব তারকারাই যাবেন প্রিয় লেখকদের বই কিনতে।
আনিসুর রহমান মিলন, আরমান পারভেজ মুরাদ দু’জনেই বললেন, “মেলায় তো অবশ্যই
যাবো, তবে কবে যাব তা এখনও ঠিক করিনি।” মেলায় ঘুরে ঘুরে বই কেনা মুরাদের
অনেক দিনের অভ্যেস।


আজাদ আবুল কালাম এবার নতুনদের বই-ই বেশি কিনবেন, সঙ্গে থাকবে কিছু দরকারী বইও।দেশের বাইরে থাকবেন বলে সম্ভবত মেলায় যাওয়া হবে না আনিলার। তিনি জানালের
বরের কাছে যেতে তিনি কয়েকদিনের মধ্যেই আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করবেন।হুমায়ুন ফরিদী মেলায় নাও যেতে পারেন। তিনি এ সম্পর্কে বললেন, “ব্যস্ততা আর
ভিড়-ভাট্টার কারণে এখন আমি খুব একটা মেলায় যাই না। এবারও সম্ভবত আমার
মেলায় যাওয়া হবে না।”


Source Bdnews24.com
Admin
Admin
Administrator
Administrator

Male
Number of posts : 473
Age : 37
Location : Bangladesh
Job/hobbies : To Do Something For My Birthplace,Kutubdia.
Humor : Life Is Full Of Humour.
Reputation : 7
Points : 303257
Registration date : 18/01/2009

Character Sheet
Admin's Message: Thanks For Your Participation.Keep In Touch.

http://www.friendcircles.heavenforum.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum